ফুটবল,ক্রিকেটারদের হাত ধরে শিশুরাও কেন মাঠে নামে খেলার শুরুতে?

খেলার মাঠে খেলা শুরুতে বাচ্চাদের স্মনে রাখা হয় কেন?
ফুটবল,ক্রিকেট খেলার শুরুতে বাচ্চাদের সামনে রাখা কেন? 



ক্রিকেট এবং ফুটবল খেলার শুরুতে আমরা প্রায়শই দেখি প্রতিটা খেলোয়াড়দের সাথে একটা করে বাচ্চা থাকে। বাচ্চাগুলো খেলোয়ারদের সামনে থাকে। সেটা হতে পারে ছেলে অথবা মেয়ে। আরো বিশেষ করে বললে যখন খেলা শুরু হয় এবং খেলোয়াড়দের নিজ নিজ দেশের জাতীয় সংগীত গায় তখন বাচ্চারা সামনে থাকে।

 কিন্তু কথা হচ্ছে শিশুদেরকে কেন এখানে আনা হয় অন্যদেরকে কেন আনা হয় না এখানে? 

 প্রথমত,
 শিশুরা হচ্ছে অবুঝ তারা তেমন কিছু বুঝেও না জানেও না। আরো বললে এরা হচ্ছে শান্তির প্রতিক। শান্তির প্রতিক সাথে থাকা মানে শান্তি কামনা করা এবং শান্তির সাথে কোনো কার্যক্রম পরিচালনা করা। খেলার শুরুতে যদি এমন একটা চিন্তাভাবনা নিয়ে খেলোয়াড়রা মাঠে নামে তখন কিছুটা হলেও তাদের মধ্যে শৃঙ্খলা থাকা সম্ভব। 

 তাছাড়া খেলোয়াড়রা থাকে ভিন দেশীয়। খেলার হার-জিতার কারণে তাদের মধ্যে থাকে প্রবল প্রতিযোগিতা। বিশেষ করে ফুটবল খেলার মধ্যে খেলোয়াড়রা মারামারি, ধাক্কাধাক্কি এসব তো সাধারণ ঘটনা। এই প্রতিযোগিতা কখনো কখনো বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেও থাকে। মারামারি, রক্তপাত সহ আরো অনেক কিছু। 

 মূলত ফুটবল/ক্রিকেট মাঠে খেলার শুরুতে খেলোয়াড়রা কেন বাচ্চাদেরকে নিয়ে মাঠে নামে?

 খেলোয়াড়দের সাথে আসা এই শিশুদের "প্লেয়ার মাসকট" বা "চাইল্ড মাসকট" বা "চাইল্ড এসকর্ট" বলা হয়। এগুলো রাখার কারণ হলো- শিশুরা নিষ্পাপতা, পবিত্রতার প্রতীক। যেকোনো দুটি দল শক্তিশালী প্রতিপক্ষ হলে তাদের খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা থাকে। এ কারণে মা’র সন্তান দেওয়া হয়। 


 অনেক সময় এক দলের সমর্থকরা অন্য দলকে ধমক দিতে পারে বা তাদের দিকে জিনিস ছুড়ে দিতে পারে। কিন্তু ছোট শিশুদের দিয়ে তা করা সম্ভব নয়।


আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, ইউনিসেফের একটি কর্মসুচি "শিশুর জন্য হ্যা বলুন" এর মাধ্যমে এটি শুরু হয় তারপর ফিফাও তাদের সাথে এটি একভুত কাজ শুরু করে তারপর আইসিসি সহ এই ধরের সকল খেলার সংস্থাগুলো তাদের এই কর্মসুচিটি গ্রহন করে । তার পরের বছর কুরিয়া বনাম জাপানের একটি ফুটবল ম্যাচের মাধ্যমে ফিফা অফিসিয়ালি এটি শুরু করে ।  শিশুদের মধ্যে খেলার আগ্রহ জাগাতে তাদের মধ্যে।

  • ফিফা,আইসিসি,ইউনিসেফের উদ্দ্যেশ্য হলো বাচ্চাদের মধ্যে খেলার প্রতি আগ্রহ জাগানো , যাতে পরবর্তিতেও তাদের মধ্য থেকেও বর বর খেলয়ার হওয়ার ইচ্ছে জাগে।  
  • খেলায় যেসব বাচ্চাদের সামনে আনা হয় সাধারনত তাদের বয়স সাধারণত 6-18 এর মধ্যে হয়।
  • সর্বপ্রথম 1990 সালের  থেকে এই প্রথা প্রাথমিক ভাবে চালু হয়েছিল।
  •   শিশুদের ছাড়াও, নেদারল্যান্ডসের অ্যাজাক্স আমস্টারডাম ফুটবল ক্লাব আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে তাদের খেলোয়াড়দের নিজ নিজ মায়েদের এসকর্ট হিসেবে নিয়ে এসেছে।
  • মূলত এসব কারণে ফুটবল, ক্রিকেট খেলার মাঠে খেলোয়াড়দের সাথে বাচ্চাদের সামনে রাখা হয় শান্তির প্রতীক হিসেবে।

কাতার বিশ্বকাপ ২০২২ এর সকল খেলার সময়সুচি দেখুন এখানে


 ক্রিকেট বা ফুটবল খেলার আগে খেলোয়াড়রা ছোট বাচ্চাদের সাথে নিয়ে জাতীয় সংগীতে অংশগ্রহণ করে কেন? প্রশ্ন হলো, ছোট বাচ্চাদের কেন নেয়?

Post a Comment

Previous Post Next Post