রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচিতি, ইতিহাস, ভর্তি তথ্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, হল সংখ্যা, হলের নাম, ইন্সটিটিউট সমূহ। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালের 31 মার্চ।  





রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়তনঃ 

৭৫৩ একরের বিশাল এক ক্যাম্পাস। এটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে অনেকের কাছে সবচেয়ে সুন্দর এবং পরিপাটি বিশ্ববিদ্যালয় হিসেবে বেশ পরিচিত। এটি আয়তনে দেশের তৃতীয় বৃহত্তম  পাবলিক বিশ্ববিদ্যালয়।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসঃ 


 ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের ইতিহাসে সাথে গভীর ভাবে জড়িত তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ইতিহাস রয়েছে।

ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার উন্নয়নের জন্য ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ৷ সে সময়ে রাজশাহী কলেজে আইন বিভাগসহ পোস্ট গ্রাজুয়েট শ্রেনী চালু করা হয়৷ কিন্ত এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম৷ সে সময়েই রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়৷ ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে৷ রাজশাহীতে এ সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়৷

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্বাধীনতা যুদ্ধের স্মরনে নির্মিত ভাষ্কর্য ’সাবাস বাংলাদেশ’


ভাষা আন্দোলনের কিছুদিন আগ মূহুর্ত থেকেই রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়৷ ১৯৫০ সালের ১৫ নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়৷ রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ১০ রাজশাহী শহরের ভূবন মোহন পার্কে ৷ প্রথম দাবি অবশ্য ওঠে রাজশাহী কলেজেই৷ ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গনে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাস করার দাবি তোলে।


পরবর্তীতে ১৩ই ফেব্রুয়ারি ভূবন মোহন পার্কেই আলহাজ্ব আব্দুল হামিদ এমএলএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরও একটি জনসভা৷ উক্ত সভায় বক্তব্য রাখেন ইদ্রিস আহমেদ এমএলএ, প্রভাষ চন্দ্র লাহিড়ী, খোরশেদ আলম, আনসার আলী, আব্দুল জব্বার প্রমূখ৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ক্রমেই তীব্র হতে থাকে৷ এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন ১৫ ছাত্রনেতা৷ পরে ছাত্রজনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয়৷ ওই ডেলিগেশনের সদস্যদের মধ্যে মরহুম আবুল কালাম চৌধুরী ও আব্দুর রহমানের নাম উল্লেখযোগ্য৷ এভাবে একের পর এক আন্দালনের চাপে স্থানীয় আইন পরিষদ রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব দেয়৷ এই আন্দোলনে একাত্ব হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বখশ৷


১৯৫৩ সালের ফেব্রুয়ারি ৬ ভূবন মোহন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদারবখশ সরকারকে হুশিয়ার করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব৷ মাদার বখশের এই বক্তব্যে সাড়া পড়ে দেশের সুধী মহলে এবং সাথে সাথে টনক নড়ে সরকারেরও৷ অবশেষে ১৯৫৩ সালের মার্চ ৩১ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করেন মাদারবখশ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবেরীকে সঙ্গে নিয়ে৷ এ দুজনকে যুগ্ম সম্পাদক করে মোট ৬৪ সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়৷ এর পৃষ্ঠপোষক ছিলেন তত্কালীন বিভাগীয় কমিশনার এম এ খুরশীদ৷ আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ১৯৫৪ সাল থেকে৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ইতরাত হোসেন জুবেরী৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে৷ উপাচার্য ও উপ-উপাচার্যের দফতর প্রতিষ্ঠা করা হয় পদ্মার তীরের বড়কুঠি নামে পরিচিত ঐতিহাসিক রেশম কুঠি বা নীল কুঠির ওপর তলায়৷ বড়কুঠির কাছেই তত্কালীন ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিতে চিকিত্সাকেন্দ্র ও পাঠাগার তেরি করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের পরীহ্মা নিয়ন্ত্রকের দফতর স্থাপন করা হয় জমিদার কুঞ্জমোহন মৈত্রের বাড়িতে৷ বড়কুঠি পাড়ার মাতৃধাম এ স্থাপন করা হয় কলেজ পরিদর্শক দফতর৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নিযুক্ত হন ওসমান গনি ও প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্য আব্দুল করিম৷ শহরের বিভিন্ন স্থানে ভাড়া করা বাড়িতে গড়ে ওঠে ছাত্রাবাস৷ রাজশাহী কলেজ সংলগ্ন ফুলার হোস্টেলকে রুপান্তরিত করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হিসেবে৷ বড়কুঠি এলাকার লালকুঠি ভবন ও আরেকটি ভাড়া করা ভবনে ছাত্রী নিবাস স্থাপন করা হয়৷


১৯৬১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ড. সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায়৷

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ঃ 


১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি স্বাধিকার সংগ্রামের ইতিহাসে যুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম, অবশ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনপ্রিয় ব্যক্তিত্ব ড. মোহাম্মদ শামসুজ্জোহা প্রাণের বিনিময়ে। প্রক্টর হিসেবে শান্তিরক্ষার দায়িত্ব পালনরত ড. জোহা ছাত্রদের মিছিলকে সংযুত রাখার চেষ্টা করেছিলেন, চেষ্টা করছিলেন তাঁর প্রাণপ্রিয় ছাত্ররা যাতে পশ্চিমা শাসক চক্রের লেলিয়ে দেয়া সশস্ত্র বাহিনীর আক্রমণের শিকার না হয়। কিন্তু ওদের বর্বর আক্রোশ মুহূর্তে বিদীর্ণ করে তাঁর বুক। ড. জোহার মৃত্যুতে সারাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। প্রতিবাদে টলে উঠেছিল আইয়ুবের গদি, পতন হয়েছিল সেই স্বৈরশাসকের। তারই ফলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথের একটি ধাপ পেরিয়ে এসেছিল মুক্তিকামী বাঙালী। বাঙালীর মনে অধ্যাপক জোহা বেঁচে আছেন শহীদ জোহা হিসেবে। মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বেই বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে প্রাণ দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ হবিবুর রহমান, শহীদ মীর আবদুল কাইয়ুম, শহীদ সুখরঞ্জন সমাদ্দার। অকথ্য নির্যাতন ভোগ করলেন গণিত বিভাগের শিক্ষক মজিবর রহমান। আরও ত্রিশ জন ছাত্র, কর্মচারী-কর্মকর্তাও এই মুক্তিযুদ্ধে শহীদ হন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ইন্সটিটিউট সমূহঃ অনুষদসমূহ ও ইন্সটিটিউটসমূহ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৯টি অনুষদ রয়েছে। এগুলো হলঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবজেক্ট সমূহঃ 

১.বাংলা

২.ইংরেজি

৩.ইতিহাস

৪.দর্শন

৫.সংস্কৃত 

৬.থিয়েটার 

৭.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

৮.আরবি

৯.ইসলামিক স্টাডিজ

১০. ফার্সি ভাষা ও সাহিত্য 

১১.উর্দু 

১২. সঙ্গীত 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Faculty of Law এর সাবজেক্ট সমূহঃ

1. Law

2.Law and Land Administration

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Faculty of Science/বিজ্ঞান অনুষদঃ 


1 .Mathematics


2.Physics


3.Chemistry


4.Statistics


5.Biochemistry & Molecular Biology


6.Pharmacy

7 .Population Science & Human Resource Development

8.Applied Mathematics

9.Physical Education and Sports Sciences.


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Faculty of Business Studies/বিজনেস স্টাডিজ অনুষদ সাবজেক্ট সমূহঃ 


1.Accounting and Information Systems

2.Management studies

3.Marketing

4.Finance

5.Banking and Insurance

6.Tourism and Hospitality Management



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Faculty of Social Science/সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট সমূহঃ 

1.Economics

2.Political Science

3.Social Work

4.Sociology

5.Mass Communication and Journalism

6.Information Science & Library Management

7.Public Administration

8.Anthropology

9.Folklore

10. International Relations

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Faculty of Agriculture/কৃষি অনুষদের সাবজেক্ট সমূহঃ 

1.Agronomy and Agricultural Extension

2. Crop Science and Technology

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Faculty of Biological Sciences/ জীববিজ্ঞান অনুষদ সাবজেক্ট সমূহঃ 


1.Psychology


2.Botany


3.Zoology


4.Genetic Engineering & Biotechnology


5.Clinical Psychology


6.Microbiology

Faculty of Geosciences

1.Geography & Environmental Studies

2.Geology & Mining

Faculty of Engineering/প্রযুক্তি অনুষদঃ 


1.Applied Chemistry & Chemical Engineering

2.Computer Science & Engineering


3.Information & Communication Engineering


4.Materials Science and Engineering


5.Electrical and Electronic Engineering


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Faculty of Fine Arts/ চারুকলা অনুষদ সাবজেক্ট সমূহঃ 


1.Painting, Oriental Art & Printmaking

2.Ceramics and Sculpture

3.Graphic Design, Crafts & History of Art

 

Faculty of Veterinary & Animal Sciences

1. Veterinary & Animal Sciences


Faculty of Fisheriesঃ 

1. Fisheries


চিকিৎসা বিজ্ঞান অনুষদঃ


 (সরকারী মেডিকেল কলেজ) রাজশাহী মেডিকেল কলেজ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া

দিনাজপুর মেডিকেল কলেজ

পাবনা মেডিকেল কলেজ

যশোর মেডিকেল কলেজ

খুলনা মেডিকেল কলেজ

কুষ্টিয়া মেডিকেল কলেজ

সাতক্ষীরা মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজ, রংপুর


চিকিৎসা বিজ্ঞান অনুষদঃ 


(বেসরকারী মেডিকেল কলেজ) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ

নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর

প্রাইম মেডিকেল কলেজ, রংপুর

টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর

গাজী মেডিকেল কলেজ, খুলনা

আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ, যশোর

বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী


--

চিকিৎসা বিজ্ঞান অনুষদ (বেসরকারী ডেন্টাল কলেজ) রংপুর ডেন্টাল কলেজ

উদয়ন ডেন্টাল কলেজ, রাজশাহী

ডেন্টাল কোর্স, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া

--

-

মেডিকেল ইন্সটিটিউট (সরকারী) ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, রাজশাহী

--

--

মেডিকেল ইন্সটিটিউট (বেসরকারী) রাজশাহী ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, রাজশাহী

প্রাইম ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, রাজশাহী

প্রাইম ইন্সটিটিউট অব সায়েন্স অ্যন্ড মেডিকেল টেকনোলজি, রংপুর

নার্সিং কলেজঃ


 (সরকারী) রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী

বগুড়া নার্সিং কলেজ, বগুড়া

রংপুর নার্সিং কলেজ রাংপুর

--

নার্সিং কলেজ (বেসরকারী) প্রাইম নার্সিং কলেজ, রংপুর

টি, এম, এস, এস নার্সিং কলেজ বগুড়া



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা এবং হলের প্রভোস্টদের নামঃ 

01 .Sher-e Bangla Fazlul Haque Hall –  শের-ই-বাংলা ফজলুল হক হল

Dr. Md. Habibur Rahman


02.Shah Mukhdum Hall – শাহ্‌ মখদুম হল

Dr. Md. ARIFUR RAHMAN


03.Nawab Abdul Latif Hall – নবাব আব্দুল লতিফ হল

 Dr. Md. Ekram Hossain

04.Syed Amer Ali Hall – সৈয়দ আমীর আলী হল

Dr. Muhammad Abdullah Al Mamun

05.Shaheed Shamsuzzoha Hall – শহীদ শামসুজ্জোহা হল

DR. Md. Ekramul Islam

06.Shaheed Habibur Rahman Hall – শহীদ হবিবুর রহমান হল

Dr. Md. Zahidul Islam

07.Matihar Hall – মতিহার হল

Dr. Md. Nazrul Islam

08.Madar Bux Hall – মাদার বখ্‌শ হল

Dr. Md. Abdul Alim


09.Shaheed Suhrawardy Hall – শহীদ সোহ্‌রাওয়ার্দী হল

Dr. Md. Jahangir Hossain

10 .Shaheed Ziaur Rahman Hall – শহীদ জিয়াউর রহমান হল

Dr. Sujan Sen


11 .Bangabandhu Sheikh Mujibur Rahman Hall – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

Professor Saikhul Islam Mamun Ziad

12 .Mannujan Hall – মুন্নুজান হল

Dr. Mst. Sabina Yasmin

13 .Rokeya Hall -রোকেয়া হল

Professor Dr. Jayanti Rani Basak

14 .Tapashi Rabeya Hall – তাপসী রাবেয়া হল

Sabina Sultana

15 .Begum Khaleda Zia Hall – বেগম খালেদা জিয়া হল

Dr. Syeda Nusrat Jahan

16 .Rahamatunnesa Hall – রহমতুন্নেসা হল

Professor. Most. Hasna Hena

17.Bangamata Sheikh  Fazilatunnesa  Hall – বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল

 Assistant Professor Mst. Anjuman Ara


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাঃ

এই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।  তবে ইউকিপিডিয়ার মতে ৩৬ হাজার৷ আরো মতামত আছে এই ব্যাপারে। 

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যাঃ 

প্রায় ১,১৩৯ জনের মতো।


বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থানঃ

এটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমূহের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের একটি।  


প্রথম ভিসিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি ছিলেন পাকিস্তানের প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ইতরাত হোসেন জুবেরী


বর্তমান ভিসিঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি হলেন বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। 

প্রথম সমাবর্তন অনুষ্ঠানঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয় ১৯৫৬ সালে। 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি/ তথ্য সমূহঃ 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে হয়ে থাকে। A, B,C


১, A- এ ইউনিটে মানবিক বিভাগের সাবজেক্ট গুলো থাকে। যারা মানবিক থেকে আসে তারাই এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

 ২, বানিজ্য  শাখা B ইউনিট।

  এই ইউনিটে ব্যাবসা শিক্ষার্থীদের জন্য।  যাদের এইচএসসি ইকোনমিকস  ছিলো তাদের জন্য এই ইউনিটটি।

৩. C ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ।  যাদের এইচএসসি তে সাইন্স ছিলো একমাত্র তারাই এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ধরনঃ  এটি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ব্যাতিক্রম ভর্তির আয়োজন করে থাকে৷ যেমন কোনো শিক্ষার্থী  প্রথমে প্রাথমিক আবেদনের মাধ্যমে মনোনীত হলে ২য় বার ফাইনাল আবেদন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে ভর্তির সুযোগ পাবে। 












Post a Comment

Previous Post Next Post