২০২২ সালের উচ্চ শিক্ষার সকল স্কলারশিপ

 ১.আজারবাইজান সরকারের বৃত্তিঃ প্রতিবছর আজারবাইজান সরকার কর্তৃক সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি শ্রেণিতে বিশ্ব্বের বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি ঘোষণা করে থাকে।


 যেসব শ্রেণিতে আবেদন করতে পারবেনঃ স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি।


আবেদনের সময়ঃ জানুয়ারি- ফেব্রুয়ারি।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 



২। ডিএ এডি বৃত্তি, জার্মানিঃ জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বছরজুড়েই উচ্চশিক্ষার আবেদন করতে পারে।  



 যেসব শ্রেণিতে আবেদন করতে পারবেনঃ স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি।

আবেদনের সময়ঃ জানুয়ারি- ফেব্রুয়ারি।



বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


 


৩। সুডিশ ইনস্টিউট বৃত্তিঃ সুইডেনে বাংলাদেশি পেশাজীবীদের জন্য এই বৃত্তি। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।



ক্যারিয়ার নিয়ে আরো পড়ুন এখানে : ২০২২ সালের তরুণদের যে ১০ টি দক্ষতা এনে দিবে নিশ্চিত চাকরি 

 


৪।ব্রুনাই দারুসসালাম সরকারের বৃত্তিঃ এটি একটি বড়সড় বৃত্তি। প্রত্যেক বছর ব্রুনাই সরকার বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্রদের জন্য এই বৃত্তিটি দিয়ে থাকে। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য গিয়ে থাকেন।


আবেদনের শ্রেণিঃ ডিপ্লোমা,স্নাতক,স্নাতকোত্তর। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আরো বিস্তারিত জানুন এখানে।



৫। তুর্কি বৃত্তিঃ শিক্ষা ও গবেষণার জন্য তুরস্ক সরকারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তির আবেদনের সুযোগ পেয়ে থাকেন।


আবেদনের শ্রেণিঃ স্নাতক ও স্নাতকোত্তর।


আবেদনের সময়ঃ জানুয়ারি-ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আরো বিস্তারিত জানুন এখানে। 




৬। কোয়েকা বৃত্তিঃ এই বৃত্তির মাধ্যমে দক্ষিন কুরিয়া সরকারের  বৃত্তি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী, গবেষক,পেশাজীবীরা স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করতে পারবে।


আবেদনের শেণিঃ স্নাতকোত্তর।  বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আরো বিস্তারিত জানুন এখানে



 (যেই ২০ টি কাজ জানলে ঘরে বসে আয় করতে পারেন আপনিও, পড়তে এখানে ক্লিক করুন)




৭। আইসিসিয়ার বৃত্তি,ভারতঃ ইন্ডিয়া কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়ে থাকে । আবেদনের জন্য ১৮-৩০ বছরের  বয়স সীমা প্রয়োজন।


আবেদনের শেণিঃ স্নাতক,স্নাতকোত্তর,পিএইচডি।


আবেদন প্রক্রিয়াঃ মার্চ-এপ্রিল। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


৮। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি।


অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বানিজ্য মন্ত্রণালয়ের পরিচালিত সরকারি ব্ররতি এটি। 


আবেদনের বিষয়ঃ স্নাতকোত্তর।


আবেদনের সময়ঃ মার্চ-মে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।




৯। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট,যুক্তরাষ্ট্রঃ গবেষক ও শিক্ষার্থীরা ফুল্ব্রাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ পেয়ে থাকেন।


আবেদনের শ্রেণিঃ স্নাতকোত্তর। আবেদনের সময়ঃ মার্চ-জুলাই।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।




১০। জাপান সরকারের বৃত্তিঃ জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুযোগ দিয়ে থাকে জাপান সরকার।


 আবেদনের শ্রেণিঃস্নাতক, স্নাতকোত্তর,পিএইচডি। আবেদনের সময়ঃ এপ্রিল-মে।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আরো বিস্তারিত জানুন এখানে।


 


১১. নিউজিল্যান্ড সরকারের বৃত্তি : এই বৃত্তিটি সাধারনত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘোষণা করে থাকে। আবেদনের শ্রেণিঃ স্নাতকোত্তর। আবেদনের সময়ঃ মার্চ-জুলাই।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।




১২। মিসর সরকারের বৃত্তিঃ মিসর সরকারের এই বৃত্তিটি প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ থাকে। বাংলাদেশ শিক্ষামন্ত্রনালয় কর্তৃক এই বৃত্তি দেয়া হয়।


আবেদনের শ্রেণিঃ স্নাতকোত্তর। আবেদনের সময়ঃ জুলাই-আগস্ট।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।




১৩। চীন সরকারের বৃত্তিঃ চীন সরকারের কয়েক শত বিশ্ববিদ্যালয়ে ও গবেষণা প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বৃত্তি ঘোষণা করে থাকে।  প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। আবেদনের শ্রেণিঃ স্নাতকোত্তর। আবেদনের সময়ঃ ডিসেম্বর-জানুয়ারি।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আরো বিস্তারিত জানুন এখানে।




১৪। স্টাইপেন্ডিয়াম গাঙেরিকাম বৃত্তিঃ এটি হাঙেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক ৩ পর্যায়ে  এই বৃত্তিটি দেয়া হয়। আবেদনের শ্রেণিঃ স্নাতকোত্তর। আবেদনের সময়ঃ নভেম্বর-জানুয়ারি।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


 


১৫। রাশিয়া সরকারের বৃত্তিঃ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের  বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক এই সকলারশিপটি দেয়া হয়। আবেদনের সময়ঃ ডিসেম্বর-জানুয়ারি।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।




১৬। চিভনিং সকারের বৃত্তিঃ যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালইয়ে পড়ার জন্য দেশের ফরেন,কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ও অন্যান্য সংগঠন কর্তৃক এই স্কলারশিপের অর্থায়ন করা হয়ে থাকে। আবেদনের সময়ঃ আগস্ট-জানুয়ারি।


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।




১৭. তুর্কী স্কলারশিপ বিস্তারিত এখানে💢💥 #Turkiye_Burslari_Scholarship_2022:


💥Without IELTS এ বাংলাদেশ থেকে আসা-যাওয়ার এয়ার টিকিট সহ, তুরস্কে প্রতি মাসে স্টাইপেন নিয়ে বিনে পয়সায় আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স, এবং পিএইচডি প্রোগ্রামে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। 


💥এটি তুরস্কের সবচেয়ে বড়ো এবং সবচেয়ে প্রসিদ্ধ স্কলারশিপ।


📌 আবেদনের শেষ সময়– ২০ ফেব্রূয়ারি, ২০২২।


👉 প্রোগ্রাম লেভেল– আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স, এবং পিএইচডি।


স্কলারশিপ এর সংখ্যা: ৫০০০ ✌️❤️✌️


💢 এই স্কলারশিপে আপনি যা যা পাবেনঃ


💥 টিউশন ফি নেই: কোনো টিউশন ফি প্রদান করতে হবেনা। এডমিশন এর শুরু থেকে গ্রাজুয়েশন এর শেষ পর্যন্ত লেখাপড়ার সব খরচ সরকার বহন করবে।


💥 মাসিক বৃত্তি: আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ৮০০ লিরা বা প্রায় ৯০০০ টাকা, মাস্টার্সের জন্য ১১০০ লিরা বা প্রায় ১২৫০০ টাকা এবং পিএইচডির জন্য ১৬০০ লিরা বা প্রায় ১৮০০০ টাকা।


💥 ফ্রি থাকার এবং খাবার ব্যবস্থা: এই স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা হলো ডরমিটরিতে ফ্রীতে থাকার ও খাবার ব্যবস্থা। 


💥 হেলথ এক্সপেন্স বা স্বাস্থ্য ব্যয়: স্বাস্থ্য ব্যয়ের সমস্ত খরচ পাবলিক হেলথ ইন্সুরেন্স বহন করবে।


💥 বিমান টিকেট: বুরস্লারি স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে তুরস্ক যাবার সময় এবং লেখাপড়া শেষে দেশে ফেরত আসার সময় বিমানের টিকেট খরচ সরকার বহন করবে।


💥 তুর্কি ভাষা কোর্স: ফ্রীতে এক বছরের তুর্কি ভাষা কোর্সটি করা যাবে।


💢 আবেদনের যোগ্যতা–


📌 আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আবেদন করার জন্য বয়স ২১ বছরের নিচে হতে হবে।


📌 মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য বয়স ৩০ বছরের নিচে হতে হবে।


📌 পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য বয়স ৩৫ বছরের নিচে হতে হবে।


📌 আন্ডারগ্রাডুয়েট প্রোগ্রামে আবেদনের জন্য এইচএসসিতে কমপক্ষে ৭০% মার্কস থাকতে হবে।


📌 মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য আন্ডারগ্রাডুয়েট প্রোগ্রামে কমপক্ষে ৭৫% মার্কস থাকতে হবে।


📌 পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য মাস্টার্স প্রোগ্রামে কমপক্ষে ৭৫% মার্কস থাকতে হবে।


📌 তবে, হেলথ সাইন্স (মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ফার্মেসী) প্রোগ্রামে আবেদনের জন্য কমপক্ষে ৯০% মার্কস লাগবে।


💢 প্রয়োজনীয় ডকুমেন্টস–


👉) পাসপোর্ট/এনআইডি/জন্ম নিবন্ধন (জন্ম নিবন্ধন দিলে, ইংরেজিতে অনুবাদ করে দিতে হবে)।


👉) পাসপোর্ট সাইজের ছবি।


👉) এসএসসি/দাখিল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। এইচএসসি/আলিম সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। ব্যাচেলরস সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (মাস্টার্স এবং পিএইচডি ক্যান্ডিডেটস)। মাস্টার্স সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (পিএইচডি ক্যান্ডিডেটস)।


👉) ২ টি রেফায়েন্স লেটার।


👉) একটা মোটিভেশনাল লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস।


👉) একটা রিসার্চ প্রোপোজাল এবং একটা স্যাম্পল রাইটিং (পিএইচডি ক্যান্ডিডেটস)।


আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।




১৮. কাতার স্কলারশিপ ২০২২ঃ 💢 𝗛𝗮𝗺𝗮𝗱 𝗕𝗶𝗻 𝗞𝗵𝗮𝗹𝗶𝗳𝗮 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 𝗶𝗻 𝗤𝗮𝘁𝗮𝗿 𝟮𝟬𝟮𝟮


💠 বাংলাদেশ থেকে আসা যাওয়ার এয়াট টিকেট নিয়ে প্রতি মাসে স্টাইপেন পেয়ে কাতারে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ।


👨‍🎓👩‍🎓 কোর্স লেভেল: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি


🟥 স্কলারশিপের সুবিধাসমূহঃ


💥 সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ। 


💥 বিনা খরচে আবাসন সুবিধা। 


💥 ব্যাচেলর এবং মাস্টার্স ছাত্র-ছাত্রীদেরকে প্রতি মাসে 1 লক্ষ 18 হাজার 48 টাকা প্রদান করা হবে।


💥 পিএইচডি স্টুডেন্টকে প্রতি মাসে 1 লক্ষ 70 হাজার 72 টাকা প্রদান করা হবে।


💥 প্রোগ্রাম চলাকালীন প্রতি বছর নিজ দেশে আসা-যাওয়ার রাউনড এয়ারটিকেট এর সুবিধা প্রদান। 


💥 বিবাহিত ছাত্রদের পারিবারিক আবাসনের ব্যবস্থা করা হবে। যারা বিয়ে করছেন তারা ছেলেমেয়ে কে সাথে নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন।


🟥 আবেদন করতে যা যা লাগবেঃ


১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি। 

২. একাডেমিক পেপারস। 

৩. স্টেটমেন্ট অব পারপাস।

৪. রেফারেন্স লেটার দুইটি। 

৫. আবেদনকারীর সিভি। 

৬. MOI/আইএলটিএস স্কোর (একাডেমিক)। 


⭕ এপ্লিকেশন ডেডলাইনঃ 1লা ফেব্রুয়ারি 2022। 


⭕ ইউনিভার্সিটি লিঙ্কঃ https://www.hbku.edu.qa/en/about-hamad-bin-khalifa-university





১৯.💢 আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২২ঃ


💥 এটি ওয়ার্ল্ডের এবং আমেরিকার বেস্ট ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটি।


💥 বারাক ওবামা এই ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করেন। 


💥 এই ইউনিভার্সিটির গবেষণা অনেক সমৃদ্ধ এবং শক্তিশালী।


💥 প্রতিবছর তারা $174 মিলিয়ন ডলার স্কলার্শিপ প্রদান করে থাকেন।


💥 প্রতিবছর তারা একজন স্টুডেন্টেকে 56 লক্ষ 78 হাজার 467 টাকা প্রদান করে থাকেন।


👨‍🎓👩‍🎓 প্রোগ্রামঃ ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি


.


🟥 স্কলারশিপের সুবিধাসমূহঃ


🔰 সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ। 


🔰 মান্থলি স্টাইপেন্ড প্রদান করা হবে।


🔰 থাকা খাওয়ার জন্য ভাতা প্রদান করা হবে।


🔰 পরিবহনের জন্য ভাতা প্রদান করা হবে।


🔰 হেলথ ইন্সুরেন্স প্রদান করা হবে।


🔰 প্রত্যেক স্টুডেন্টই একটি করে ল্যাপটপ প্রদান করা হবে।


🔰 সম্পূর্ণ ফ্রি আবাসন ভাতার সুবিধা প্রদান করা হবে। 


.


🟥 আবেদন করতে যা যা লাগবেঃ


✅ আবেদনকারীর পাসপোর্ট

✅ সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপট

✅ আবেদনকারীর সিভি

✅ IELTS/TOEFL, SAT, GRE/GMAT

✅ রেফারেন্স লেটার দুইটি 

✅ স্টেটমেন্ট অব পারপাস

✅ অন্যান্য পেপারস (যদি থাকে) 


🔰 এপ্লিকেশন ডেডলাইনঃ 


 🔷 Winter 2022- November 16, 2021

 🔷 Summer 2022- March 15, 2022

 🔷 Fall 2022- June 30, 2022


💢 ইউনিভার্সিটি লিঙ্কঃ  https://www.columbia.edu/


Post a Comment

Previous Post Next Post