কবিতা, নেতা ভাই!




 -------নেতা ভাই ------

খাইনিকো আজ তিনদিন

আসো নাই নিতে খোজ। 

এসেছে ভোট 

তাইতো এখন তোমার চঞ্চল ঠোঁট। 

আশার বানী ফুটবে 

চারদিকে কলরব রটবে। 


স্লোগান হবে, হবে মিছিল 

ভাই হবে তাল, যদিও সে তিল। 


বিজয় হবে ভাইয়ের, তারপর?

তারপর 

তুমি কে? আমি কে?


রেশনের ডাল, ত্রানের চাল 

বাদ যাবেনা কিছু 

ভাই হয়ে যাবে বড়,জনগন নিচু। 


আসবে সময়, বদলাবে রীতি 

নেতার মনে আসবে জনপ্রীতি 

এই আশায় বুক বাধে আজ 

বুড়ো চাচা আর ঘুনেধরা সমাজ।


-লেখকঃ নাজমুস সাকিব

রাষ্ট্রবিজ্ঞান, ১৪ ব্যাচ,ঢাকা বিশ্ববিদ্যালয়। 


(আরো কবিতা পড়ুন এখানে)

"স্বর্গীয় ভালোবাসা"

Post a Comment

Previous Post Next Post