বাংলা ভাষায় উপসর্গ ।

 উপসর্গ কাকে বলে?

উপসর্গ কি? কত প্রকার?

উপসর্গ সাধারণত কতিপয় অব্যয়,যা ধাতু বা শব্দের আগে যুক্ত  হয় এবং এর অর্থবদল ঘটায়। উপসর্গের নিজের কোনো অর্থ নাও থাকতে পারে, তবে তা অর্থবদলে কার্যকর ভূমিকা রাখে।

উপসর্গ কে ইংরেজি ব্যাকরণে Prefix বলে।

বাংলা ভাষায়  উপসর্গ কত প্রকারের আছে?
তিন প্রকার। যেমনঃ খাঁটি বাংলা, তৎসম ও বিদেশি।


খাটি বাংলা উপসর্গ কয়টি?

--মোট একুশটি।

খাঁটি বাংলা উপসর্গগুলো কি কি?

---অ,অঘা,অজ,অনা,আ,আড়,আন,আব,ইতি,উন,কদ,কু,নি,পাতি,বি,ভর,রাম,স,সা,সু,হা।

তৎসম (সংস্কৃত) উপসর্গ কতটি ও কি কি?

মোট বিশটি।
যথা----- প্র,পরা,অপ,সম,নি,অব,অনু,নির,দুর,বি,অধি,সু,উৎ,পরি,প্রতি,অওঅঅ,উপ,অভি,অতি,আ।


তৎসম উপসর্গ সাধারণত কোন ধরণের শব্দের আগে যুক্ত হয়?

---তৎসম শব্দ সমূহের আগে।

কোন চারটি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়?

--- সু,বি,নি,আ।


বিদেশি উপসর্গ কতটি?

--- বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ এখনক অনির্ণেয়।


বিদেশি কিছু  উপসর্গ  কোনগুলো?

ইংরেজি উপসর্গঃ 
ফুল,
হাফ,
হেড
সাব,
ডবল,

উর্দু উপসর্গঃ

হর,
হরেক,


ফারসি উপসর্গঃ

কার,
দর,
না,
নিম,
ফি,
বদ,
বে,
বর,
ব,
কম।


Brightlife71

Post a Comment

Previous Post Next Post